আমাদের প্রসঙ্গে

ইম্পেরিয়াল নার্সিং কলেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল নিবন্ধিত একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল নির্ধারিত নিয়ম অনুযায়ী সেমিষ্টার পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা মূল্যায়ন ও শিক্ষাক্রম পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র-ছাত্রীদেরকে নার্সিং শিক্ষার তত্ত্বীয় ও সর্বাধিক ব্যবহারিক পাঠদানের মাধ্যমে প্রশিক্ষিত, দক্ষ নার্স হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এটি রংপুরসহ উত্তরবঙ্গের দরিদ্র ও পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের নার্সিং শিক্ষা প্রদানের মাধ্যমে দেশের স্বাস্থ্য সেবার মান বেগবান করে সুস্থ্য, সাবলীল জনস্বাস্থ্য গঠনে নার্সিং পেশার পাশাপাশি দক্ষ স্বাস্থ্য কর্মীতে পরিণত করে গড়ে তোলার কাজে অগ্রনী ভূমিকা রাখছে। যার ফলে এই সকল ছাত্র-ছাত্রী দেশের স্বাস্থ্য সেবায় অভূতপূর্ণ অবদান রাখছে যা জনসাধারণের স্বাস্থ্যখাতে জীবন যাত্রার মান উন্নত হচ্ছে।

ইম্পেরিয়াল নার্সিং কলেজ রংপুর শহরের প্রাণকেন্দ্র রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত। অত্র প্রতিষ্ঠানে রয়েছে সুবিশাল অত্যাধুনিক ক্যাম্পাস, ল্যাব, ক্লাস রুম। দক্ষ শিক্ষক-শিক্ষিকার প্রচেষ্টায় বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল অধীন অনুষ্ঠিত সকল পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কৃতিত্বের সাথে উত্তীর্ন হয়। দক্ষ স্বাস্থ্য কর্মী তৈরী করা ও দেশের আপমর জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত ও বেকারত্ত্ব নিরসনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।